চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘ওবিই ফাইল ম্যানেজমেন্ট এন্ড রোডম্যাপ টুয়ার্ডস বিএসি এক্রিডিটেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা জামালখানস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) অনুযায়ী কার্যকর ফাইল ব্যবস্থাপনা,স্বচ্ছ নথিপত্র সংরক্ষণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) মানদণ্ড অনুসারে প্রাতিষ্ঠানিক কাঠামো প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কর্মশালাটি আয়োজন করে সিআইইউ–এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। সিআইইউ ইঞ্জিনিয়ারিং অনুষদের মেন্টর প্রফেসর ড. আব্দুর রাজ্জাক রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ মনজুর কাদের, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. রুবেল সেন গুপ্ত, আইন অনুষদের সহকারী ডীন নাজনীন আক্তার, ইংরেজী অনুষদের সহকারী ডীন শারমীন রড্রিগজ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. ইমন কল্যাণ চৌধুরী এবং সহকারী পরিচালক ড. মো. সাজ্জাতুল ইসলাম।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৪ টি স্কুলের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এই ধরনের আয়োজন সিআইইউর শিক্ষা মান উন্নয়ন এবং ভবিষ্যৎ অ্যাক্রেডিটেশন অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।