সাহসের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

চবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তীতে চবি উপাচার্য

চবি প্রতিনিধি | শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, সাংবাদিকদের বিবেকের মাধ্যমে পরিচালিত হতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সঠিক তথ্য জেনে নিয়ে সংবাদ প্রকাশ না করলে মানুষ বিভ্রান্ত হয়, ভয় পেয়ে যায়। আশা রাখি সাংবাদিক সমিতি সৎ সাংবাদিকতা করবে। আর সাহসের সঙ্গে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এগিয়ে যাবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির ২৫ বছর পূর্তি। এদিন বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান। মুখ্য আলোচক ছিলেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক। সংগঠনের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও চবিসাসের সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি হামিদ উল্লাহ, সাবেক সভাপতি ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দীন নীপু। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ৬৩ মেধাবী পেলেন পূর্বদেশ শিক্ষাবৃত্তি
পরবর্তী নিবন্ধশিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি জায়েদ