সাতকানিয়ায় জামানত হারিয়েছেন ২০ কাউন্সিলর প্রার্থী

পৌরসভা নির্বাচন

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:০৭ অপরাহ্ণ

সাতকানিয়া পৌরসভা নির্বাচন গতকাল রবিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঐ নির্বাচনে গৃহীত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন ২০ কাউন্সিলর প্রার্থী।
এবারে বিএনপির প্রার্থী এডভোকেট এ জেড এম মঈনুল হক চৌধুরী খোকন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
ফলে শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ২০ জন প্রার্থী জামানত হারিয়েছেন যারা গৃহীত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে আবুল কাশেম, মো. শাহজাহান, ৪নং ওয়ার্ডে মুহাম্মদ শামসুল হক, ৫নং ওয়ার্ডে নুরুল ইসলাম, মোহাম্মদ আখতার হোসেন, এম এ মান্নান, মো. রফিক, মো. ফরিদুল আলম, ৬নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন মো. খালেদ, ৭নং ওয়ার্ডে আবদুল গফুর, ৮নং ওয়ার্ডে সৈয়দ হোসেন, গোলাম কবির, মো. সাইফুদ্দিন দুলাল, মো. কাউছার আলম, জানে আলম, মো. মকছুদুর রহমান চৌধুরী, আবু বক্কর ছিদ্দিক, মো. খলিলুর রহমান চৌধুরী ও ৯নং ওয়ার্ডে শিকু আরা বেগম।
সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী বন্দর থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “সাতকানিয়ায় কতজন প্রার্থী জামানাত হারিয়েছেন তা আমরা এখনো হিসাব করে দেখিনি। তবে নিয়ম অনুযায়ী গৃহীত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ের কম ভোট পেলে ঐ প্রার্থী জামানাত হারাবেন।”

পূর্ববর্তী নিবন্ধদশ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা