লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার দুই প্রতিষ্ঠান বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও ভিত্তিস্থাপন এবং বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। গতকাল শনিবার
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. নদভী এমপি বলেন আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, পৌর মেয়র মুহাম্মদ জুবায়ের, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ মাসুদ রানা, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বনফুলের পরিচালক আলহাজ্ব আবদুল শুক্কুর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি এরফানুল করিম চৌধুরী, সাজেদুর রহমান চৌধুরী দুলাল, মুহাম্মদ রশিদ আহমদ, সাজেদুর রহমান চৌধুরী দুলাল, চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন, চেয়ারম্যান মুহাম্মদ ইউনুচ, চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, চেয়ারম্যান তাপস দত্ত, মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দিন, রিটন বড়ুয়া।
বড়হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ লোকমান হাকিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসাইন মিনহাজ, মুহাম্মদ রিদুওয়ানুল হক, মুুহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ জয়নু্ল আবেদীন, মিজবাহ উদ্দিন সুমন, এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, একেএম আসিফুর রহমান চৌধুরী, এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।