তোমার নরম শরীর ঘেষে চলেছি যখন;
পেয়েছি ‘ধুধু–অন্তরে’ অপূর্ব শিহরণ ;
জানতো কিসের কারণ!
এ সব তো যৌবনে অহরহ উপভোগ হয়–
বিগত যৌবনে তা হবার নয়;
এ সময় কাজ করে পরিণত ভয়।
তবুও কখনো যদি আচানক আসে শিহরণ;
রবে কেন অন্তরে ভয়ের কারণ!
বলি, অনুভবে দাও তনু–মন।
এ দৃষ্টিই পৃথিবীরে আবেষ্টন করে রাখে;
চকিত এ অনুভূতি রেখ তুমি ঢেকে;
দৃষ্টির দুর্বোধ্য সীমানার বাঁকে।
আমি আজ তৃপ্ত–লুপ্ত এক সুখের আশ্বাসে–
এখনও হৃদয়ে বুঝি বিমূর্ত প্রেম ভাসে!
এর চেয়ে বেশি সুখ আর কি আছে?
জীবনে যেটুকু সময়–প্রেম থাকে পাশে ;
ওটাই সার্থক; আমার বিশ্বাসে;
আর যত অর্জন হাসে–পরিহাসে।