লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে গত ২০ জুন ফটিকছড়ি উপজেলাধীন হাইচদকিয়াস্থ পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে স্থানীয় এলাকাবাসীর মাঝে ১,০০০ ফলজ, বনজ ও ওষুধি চারা বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোজাম্মেল হক। প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানে আলম, ফোরকানুল আমিন, ডা. বরুণ কুমার আচাযর্, সলিল আচার্য, লায়ন কামরুন নাহার সিকদার, অ্যাডভোকেট সেলিম, অ্যাডভোকেট এয়াকুব, অ্যাডভোকেট কাশেম, নারায়ণ আচার্য্য, রাজু আচার্য্য, অর্চনা রানী আচার্য্য, শুভাশীষ চৌধুরী, ইসমাইল হোসেন, বিপুল সরকার, কার্তিক আচার্য্য, পুষণ পাল, সয়ন আচার্য্য, দীপ আচার্য্য, তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, মারুফা আকতার।
অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মোছলেম উদ্দিন আহমেদ অপু প্রদত্ত একতাই শক্তি এই কলকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির আগামী সেবাবর্ষ সুন্দরভাবে পরিচালনা করার ব্যাপারে একমত পোষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।