দ্বন্দ্ব
দ্বন্দ্ব দেখি ব্যক্তিত্বে
নেতৃত্বে দ্বন্দ্ব
মোহের ঘোরে মন্দ ঘোরে
লোভের ঘোরে অন্ধ।
দ্বন্দ্ব থেকেই ভাগাভাগি
দ্বন্দ্ব থেকেই রাগারাগি
ভাগ হয়ে যায় কর্মীশক্তি
ভাগ হয়ে যায় সংঘ
ভঙ্গ করে নিয়মনীতি
পোড়াতে চায় অঙ্গ।
দ্বন্দ্ব থেকেই বন্ধ দুয়ার
নেতা হারায় শিষ্য
দল হারিয়ে বল হারিয়ে
কর্মীরা হয় নিঃস্ব।