রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দিয়েছেন উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। গতকাল রোববার ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ করেন তিনি। পরে তাদের আর্থিক অনুদান তুলে দেন। এ সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুদান হস্তান্তরকালে তিনি বলেন, রাঙ্গুনিয়ার আপামর মানুষের সুখে দুখে সবসময় পাশে থেকে সেবা করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকার নিজেদের লোকজন নিয়ে দুর্নীতিতে ব্যস্ত ছিলেন। জনগণ বাক স্বাধীনতা বিহীন জীবন যাপন করছেন। দেশের ছাত্র জনতার রক্ত ও বিপ্লবের মাধ্যমে দীর্ঘদিনের অপশাসন থেকে জনগণ মুক্তি পেয়েছে। দেশের অর্থনৈতিক জরাজীর্ণ এ অবস্থার অবসান ঘটিয়ে দুর্নীতি মুক্ত একটি দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যুবদল নেতাকর্মীরা স্বনির্ভর দেশ গঠনে জনগণের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।