অবৈধভাবে কাটা মাটি দিয়ে ইট তৈরি করায় রাঙ্গুনিয়ার দুইটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর পরিচালিত এক বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। গতকাল রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ এতে সহায়তা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অনুমোদনবিহীন স্থান থেকে মাটি কেটে ইট তৈরির প্রস্তুতি নেয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন আইন ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘন করায় একই আইনের ১৫ ধারা মোতাবেক মেসার্স মক্কা মদিনা ব্রিকস নামে ইটভাটার ম্যানেজার সুনীল কান্তি দাস এবং মেসার্স সিরাজ রফিক সাইফু এন্ড ব্রাদার্স নামক ইটভাটার ম্যানেজার মুহাম্মদ রাকিব হোসেনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন, রাঙ্গুনিয়া থানা পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।