অবিকল তোমারই কণ্ঠস্বর ধ্বনি তোলে
মেঘে মেঘে রঙে রঙে
মেঘের পোশাক পরে কোথায় যেতেছ তুমি
বহুদূর কোন দেশে কার বাড়ি কার ঘর—
কী যে জাদু জান তুমি
অঙ্গে জ্বলে আলো চক্র চক্রের ভেতরে তুমি
এই দেখি এই নাই
মন্ত্রের ঝিলিকে জাগে বিস্ময়ের সোনারূপা
অগ্নির ভেতরে অগ্নি তুমি লেলিহান রূপ
যে নেবে তোমাকে বুকে
ভস্ম মেখে চোখেমুখে অপেক্ষায় বসে আছে।
রাঙাবে যখন তুমি চুম্বনের মহিমায়
রাঙাও রাঙাও প্রাণ
উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম হৃদয়ের
নৃত্য করো মেঘে মেঘে
আগুনে ফাগুনে তোলো স্পর্শের বিন্যস্ত নীল
শোনা যাবে কুহুতান
অকস্মাৎ মধুরের গহীন চেতনে সুর
কোথাও জেগেছে একটি দুর্দান্ত কোকিল একা
কোথাও অদৃশ্য মন শোনে বসন্তের রাগ।
শুনিতেছি শুনিতেছি
অবিকল তোমারই কণ্ঠ তুমি যেন ঝিঁঝি।