মমী

কমলেশ দাশগুপ্ত | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

বড়ো দূর ওই পূর্বপুরুষের রোপণের জমি;
এখনই সময়; স্মৃতির বৃক্ষে আনো নীল, লাল ফুল
নকশীকাঁথায় এতো অশ্রুজল; পড়ে থাকা এক মমী
দূরের ছায়া ও কাক একইরকম; মিশে যাওয়া ভুল!

তোমাদের কাছে হাওয়া ও পর্দার মতো ধাঁধা
কিছু চকিত, কিছু অলকিত আংশিক অসমাপ্ত মীড়;
মনে হয় দুই পাহাড়ের মাঝখানে হু হু হাওয়া
একাকী পড়ে থাকা মৃদু আলোকিত ভাষাহীন কুঠির।

আমি ও আমার অকর্ষিত ভূমি, এইসব অপরিণত;
অকাল বীজের নিষ্ফল ক্ষেত জুড়ে;
অকথিত রক্তের কর্ষিত ইতিহাস, জমেছে অন্তঃপুরে
তোমাকে কি চেনা যাবে কোনদিন? নাকি শুধু তুমি
লাল সবুজ সংকেতের মতো…।

পূর্ববর্তী নিবন্ধআমাকে ডাকে না কেউ
পরবর্তী নিবন্ধরাঙাও রাঙাও প্রাণ