রাউজানের পশ্চিম গুজরায় খাজা মঈনুদ্দীন চিশতীর (রাঃ) ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল গত শুক্রবার বাদে মাগরিব ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে হাটহাজারী আলিফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ তোফাচ্ছেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দৌলা, নেজাম উদ্দিন রানা। অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ লোকমান, আব্দুল করিম। মাহফিলে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা মুফতি সেলিম উদ্দীন রেজভী। বিশেষ বক্তা ছিলেন আরবী প্রভাষক মাওলানা শাহীন মুরাদ আল কাদেরী। ওরশ খানকা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস ফকির, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হারুনুর রশিদ, মজিবুল হক, কবির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।