মীরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী

| শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

মীরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী মহামায়া লেকস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মির্জা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন চবির সিনেট সদস্য মো. মহিউদ্দিন শাহআলম নিপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্‌্‌যাপন পরিষদের আহ্বায়ক এস. এম. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এম. এ জাহেদ পলাশ।

অতিথি ছিলেন মীরসরাই কলেজের অধ্যক্ষ ও সোসাইটির উপদেষ্টা মো. নুরুল আফছার, উপদেষ্টা মো. কামরুল হাসান এফসিএ, উত্তর জেলা আ. লীগের সধারণ সম্পাদক মো. শেখ আতাউর রহমান, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা আ. লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপদেষ্টা এস এম আবু সুফিয়ান, দাতা সদস্য নুরু নবী ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. এরাদুল হক নিজামী ভুট্টু, ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন, ইঞ্জিনিয়ার হামিদুল হক প্রমুখ। বক্তব্য রাখেন সোসাইটির কর্মকর্তা প্রফেসর সহিদ উল্যা, প্রফেসর নাসির উদ্দিন, এস এম সিরাজুল ইসলাম, মো. সাজেদুল বারী, হাজী শামসুদ্দিন ভূইয়া, মো. ইউনুচ নুরী, মো. ওমর ফারুক, প্রফেসর এ জেড এম আশরাফ খান, প্রফেসর ফারুক মো. হায়দার মিলন, এম এস জান্নাতুল ফেরদৌস ফেন্সিসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বক্তারা বলেন, সোসাইটির জন্মলগ্ন থেকে মেধাবী শিক্ষার্থীসহ সর্বস্তরের শিক্ষার্থীদের পাশে রয়েছে মীরসরাই এডুকেশন সোসাইটি। বিশেষ করে অনেক শিক্ষার্থী খুঁজে পেয়েছে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষক ও স্ত্রী-বোনকে মারধর, মামলা