মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে সাবের হোসেন চৌধুরী

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। গতকাল বৃহস্পতিবার তিনি নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দারসহ বন্দরের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত জাইকার উচ্চপদস্থ প্রতিনিধি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।