মমতা প্রানিসম্পদ ইউনিটের বিশ্ব দুগ্ধ দিবস পালন

আজাদী অনলাইন | বুধবার , ২ জুন, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

“প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন”- প্রতিপাদ্যে মমতা পরিচালিত মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ২০০১ সাল হতে প্রতিবছর ১ জুন দুগ্ধ দিবস পালিত হয়ে আসছে।

এ উপলক্ষ্যে মমতা প্রানিসম্পদ ইউনিটের উদ্যোগে কর্ণফুলী উপজেলার জুলধাস্থ জামেয়াতুল মদিনা মাদরাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দুধের পুষ্টি ও গুণাবলী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।

পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত ইউনিটের অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণসহ শিক্ষার্থীদের মাঝে দুগ্ধপণ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে মমতার সহকারী পরিচালক, প্রানিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।