মঈনুল কবির মাদরাসায় হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার মাইজপাড়ায় হযরত মঈনুল কবির হাফেজ জান আলী শাহ আদর্শ মাদরাসায় বার্ষিক সালানা জলসা, পুরস্কার বিতরণ ও হেফজ বিভাগে হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও পটিয়া বড়লিয়া শাহ ছৈয়্যদ আব্দুচ্ছালাম আউলিয়া ও বড়লিয়া ছালামিয়া হেফজখানার শিক্ষক হাফেজ মাওলানা নেজাম উদ্দিনের পরিচালানায় এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবারের গাউছিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা শাহসুফী সৈয়দ তানভীর হাদী মাইজভান্ডারী। এতে বিশেষ অতিথি ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রিয় সমন্বয়ক সুফী গবেষক মুহাম্মদ কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারী, বন্দর থানা মঈনুল হাদী মাইজভান্ডারীর সভাপতি মহিউদ্দিন মাইজভান্ডারী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম আল কাদেরী, মাওলানা আব্দুর রহিম তৈয়বী। উপস্থিত ছিলেন এস এম সাজ্জাদ আলম মুন্না, মাওলানা মঈনুল হক রাব্বানী, শাহজামাল হাফেজ মো. আক্কাস, মো দিদার, মো. আরিফ, মাওলানা মো. ওসমান গণি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রামকে শহরে পরিণত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধকপার চিমনি রেস্টুরেন্টের চকবাজার শাখা উদ্বোধন