মাঝরাতে ঝুমবৃষ্টির সুরেলা শব্দে
ঘুমভাঙা দুচোখ নিয়ে বারান্দায়
ইজিচেয়ারের দোলায় বসে গ্রীলের ফাঁকে
দুহাত বাড়িয়েছিলাম জলের নেশায়
শারদীয়া বৃষ্টি ছোঁবো বলে!
ল্যাম্পপোস্টের মৃদু আলোয় বিস্মিত দৃষ্টি আমার,
বৃষ্টিকে ছোঁয়ার আগেই সে ছুঁয়ে দিয়েছে
তীর্যক ভাবে গ্রীল ভেদ করে নিশুতি রাতে
ভেজা আদরের স্পর্শে আমায় ভিজিয়ে!
ঘুম পালানো দৃষ্টি ফেরালাম
পাশের টুলে রাখা সযতনে সদ্য বানানো
ধোঁয়া ওঠা গরম কফির মগে –
সে ও জুড়িয়েছে প্রাণ শারদ জলের হাওয়ায়!
হিমেল স্পর্শে ঠোঁটজোড়ার চুমুতে কফির মগে
আনমনা ভাবনার চাদর গায়ে জড়িয়ে
নির্ঘুম রাতটুকু কাটুক না হয় আজ বৃষ্টি ভেজা..
ইজিচেয়ারের বুকে গুটিশুটি উষ্ণতা মেখে
হাওয়ার আদরে দুচোখ মুদি জাগ্রত স্বপ্নের মতো
কোনো নক্ষত্র রাতের ভালোবাসার প্রহর গুনে…।