বাংলাদেশ

ফাউজুল কবির | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:১৭ পূর্বাহ্ণ

এ দেশের নাম বাংলাদেশ–মুগ্ধতার স্নিগ্ধ বাংলাদেশ
যে দেশ আমার প্রিয়
একান্ত বিশ্বাস আর ফুলের লাবণ্যমাখা
চন্দনের হৃদয় রঙিন
প্রফুল্ল ঠোঁটের স্পর্শে হাওয়াদের গান
জীবনের গভীর চুম্বন স্বপ্নে স্বপ্নে পাখির ভ্রমণ
হৃদয়ের ধন মৃন্ময়ী গজল
বাংলাদেশ মাতৃভূমি পিতৃভূমি জন্মভূমি বাংলাদেশ ।
সুন্দরের কথা লিখতে বলো? বলেছো আমাকে ?
লিখতে পারি অনুরোধ যদি রাখো প্রিয়তম বলে —
জানি আমি সুন্দরে আগুন থাকে
আমি জানি সুন্দরে সুন্দর জ্বলে সুন্দরের চোখ
আগুনে সুন্দর আছে সুন্দরেরা রহস্যের চাঁদের আগুন
নীলিমার বুকে থাকে মুগ্ধ সুন্দরের ডানার আত্মার লীলা
সমস্ত রূপের আদি সুন্দরের সুন্দরীরা মিলে
নক্ষত্রের বর্ণময় যে দেশ সৃজন করে এই পৃথিবীতে
অথবা করেছে সৃষ্টি— প্রতিদিন করিতেছে অরূপের ছবি
আকাশের নিচে প্রাণের রূপালি সামিয়ানা তলে
বুকের ভেতর স্নায়ুর ভেতর রূপবতী কিছু বিচিত্র রচনা
বার বার জন্ম নিচ্ছে শ্রীমতী ধীমতী প্রচ্ছদ
কামরাঙ্গা হলুদের নীল আর গাঢ় সবুজের
দারুণ লালের রক্তজবা কৃষ্ণচূড়া আর করবীর বাংলাদেশ
তার জন্য লিখতে পারি কিছু শব্দ কিছু ঘ্রাণ
লিখতে পারি আঁকতে পারি মন্ত্রবৎ অনির্বাণ অনির্বাণ।
সকলেই শুনে রাখ— এই আমি বলতে পারি
জীবনানন্দের চেয়ে বেশি বেশি প্রেম করি ভালোবাসি
বাংলাদেশ নামক দেশটিরে — এ দেশের মৃত্তিকাকে
জীবনানন্দ কখনো দেখেননি রক্তভেজা ঘাস
হায়েনার অট্টহাসি খুন হত্যা মানুষের বীভৎস লাশ
বাংলাদেশ জুড়ে নীল আর সবুজের দুঃসাহসী মুক্তিযুদ্ধ
রক্তের সমুদ্র থেকে জেগে ওঠা লাল- সবুজের কবুতর
তবু জানি অসাধ্য আমার দৃষ্টির সৃজনে শিল্পের বিস্তার
হার মানি তাঁর কাছে জীবনানন্দের মহৎ বাক্যের কাছে
অসংকোচ মানি পরাজয় তাঁর আশ্চর্য বোধের বিস্ময় বুননে
অতিক্রম অসম্ভব মানি
অসম্ভব অসম্ভব সুন্দরের অতুল কীর্তন
রূপসী বাঙলার চিত্রিত ছায়ায় জীবনের জীবনানন্দ প্রতিমা
তবু আমি প্রতিদিন আঁকিলিখি
একটি মুখ শুধু একটি মুখ স্মৃতিস্বপ্ন শহিদের বাংলাদেশ ।

পূর্ববর্তী নিবন্ধভিন্ন চৌরাসিয়ার বাঁশি
পরবর্তী নিবন্ধবিজয় শব্দটার অর্থ