চলো যাই আজ ওই বাসে উঠে পড়ি,
ছুঁড়ে ফেলে দাও তোমার ওই হাতঘড়ি,
বাসটা ছুটুক, বাতাস বলুক, আজ ছুটি
আজ ছুটি।
কথাগুলো আজ অবাধ্য প্রজাপতি
উড়ে যায় এলোমেলো,
তুমি বলবে কি ?
মনের জানালা – আমিই না-হয়
মাতাল সাগর খুলবো।
চাও যতো দূর, ততোদূরে আজ যাবো।
জানাবো জানাবো নিবেদন কারুকাজ
ভালোবাসিবার রোদে খুলে দেবো গয়না,
তুমি জানবে না ! তা কি করে হয়, হয় না।
পদ্মা সেতুটা পিছে পড়ে রবে টেকনাফ
তেঁতুলিয়া, তুমিই আমার বাগানবিলাস,
তুমিই ম্যাগনোলিয়া।