যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার ডিয়ারফিল্ড বীচের কোয়ায়েট ওয়াটার পার্কে গত ২১ সেপ্টেম্বর বিকেলে প্রবাসী বাঙালিদের ভালোবাসার নস্টালজিয়ায় আক্রান্ত করে রেখেছিলেন বাংলা গানের চির তরুণ শিল্পী কুমার বিশ্বজিৎ ও তরুণ প্রজন্মের দিলশাদ কনা।
‘ইউএস বাংলা মেলা ২০২৪’ নামের নাচ গানের এই আনন্দ আয়োজন করেছিল সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডা’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি লিটন মজুমদার। বক্তব্য রাখেন ক্লাবের চেয়ারম্যান মো. মহসিন ও প্রধান নির্বাহী আব্দুস সালাম চাকলাদার। অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন শামীম আল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।