ফেব্রুয়ারি

তমাল বড়ুয়া (৩২,০২২) | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির একুশ তারিখ

শহীদ মিনার যাবো আমরা

শ্রদ্ধায় মাথা করবো নত

শহীদরা দেশের প্রাণ ভোমরা।

বিশ্বসভায় বাংলা আজ

সম্মানের আসনে বসেছে

বাংলাদেশের পতাকা আজ

অসীম আকাশ উড়ছে।