হাটহাজারীতে প্রানী সম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়েছে। গত রোববার উপজেলার ফরহাদাবাদ শিশু পরিবার সেইফ হোমে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এল ডিডিপি প্রানী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো। অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সেইফ হোমের তত্ত্বাবধায়ক মোজাহিদুল ইসলাম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ১নং ফরহাদাবাদ ইউ পি প্যানেল চেয়ারম্যান শফিউল আজম, ব্যাংকার সুজয় ঘোষ।
উপস্থিত ছিলেন জাহেদ হোসেন, মতিনুল হক টিপু, ইমাম হোসেন। এই সময় উপজেলা প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং সেইফ হোম ও শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল ফিডিং উপলক্ষে সেইফ হোমে হাজতি ও শিশু পরিবারের সদস্যদের প্রানীজ আমিষ ও পুষ্টিগুন সমৃদ্ধ খাবার পরিবেশন করা হয়।











