প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে গত ২ আগস্ট প্রকাশিত ‘বায়েজিদে আওয়ামী লীগের দুই গ্রুপে গোলাগুলি, ঘটনা আধিপত্য বিস্তার ও সিএনজি টেঙির চাঁদাবাজিকে কেন্দ্র করে’ শীর্ষক প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ কফিল উদ্দীন (জিএস কফিল)। তিনি বলেন, সংবাদে বর্ণিত কোনো বিষয়ের সঙ্গে তিনি কখনো জড়িত ছিলেন না। মূলত তার সামাজিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সংবাদপত্রে ভুল ও মিথ্যা তথ্য প্রেরণ করে সংবাদটি প্রকাশের ব্যবস্থা করে। তিনি বলেন, পবিত্র হজ্বব্রত পালন করে দিন কয়েক আগে তিনি দেশে ফিরেছেন এবং এখনো পারতপক্ষে ঘরের বাইরে যাচ্ছেন না। তাই গোলাগুলি মারামারি কিংবা কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে তার জড়িত হওয়ার প্রশ্নই উঠে না।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ছিনতাইকালে ছোরাসহ আটক ১