পেয়ারুলের সমর্থনে ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভা

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত আনারস প্রতীকের প্রার্থী এটিএম পেয়ারুলের সমর্থনে ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা শফিকুন নুর বীর প্রতীক মিলনায়তনে ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান সমিতির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম। সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী।
ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন ও অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুন, পৌর মেয়র ইসমাঈল হোসেন, ইউ.পি চেয়ারম্যান জানে আলম, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহনেওয়াজ,এস.এম সোলায়মান বি.কম, কাজী মাহামুদুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সবসময় সকল সমপ্রদায়ের মানুষের পাশে ছিল : খসরু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৭ ফুট লম্বা দাঁড়াশ সাপ উদ্ধার