পটিয়ায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত রোববার রাত ও সোমবার দুপুরে পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। গ্রেপ্তারদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। জানা গেছে, রোববার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মুজাফরাবাদ কলেজের বিপরীত পাশে প্রথম অভিযান চালানো হয়। সেখান থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মাজেদ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প–০৭ এর মৃত আবু বক্করের ছেলে। এরপর সোমবার সকাল ১০টার দিকে মহাসড়কের কমল মুন্সির হাট এলাকায় মেম্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে তল্লাশি চালিয়ে মোহাম্মদ শাহ (৪০) নামের আরেকজনের কাছ থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনিও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প–০৭ এর বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে। একই দিন দুপুর ১২টার দিকে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় এলাকায় মহাসড়ক থেকে মো. আতিকুর রহমান (৫১) নামের এক ব্যক্তিকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আতিকুর কিশোরগঞ্জের ভৈরব থানার গজারিয়া ইউনিয়নের মৃত আকতার মিয়ার ছেলে।
ডিএনসি চট্টগ্রাম ‘খ’ সার্কেলের পটিয়া কার্যালয়ের ইনচার্জ উপপরিদর্শক এ কে আজাদ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।












