পাতাল হতে উঠে আসোনি!
খোদার জলে সুধা ও সমুদ্র
গিলে আকাশ হতে নেমে
এসেছো পৃথিবীর প্রয়োজনে।
অর্ধেক নারী তুমি অর্ধেক মানুষ।
সুরা নেসার অনন্যা তুমি
বিপুলা পৃথিবীতে বিরলা সুন্দরী
এক মাখ্লুকাত।
মূলত বেহালা বাজে না
বাজায় মানুষ।
নারী তুমি বেদনার আমিষ।