সামাজিক উন্নয়নমূলক সংস্থার সবুজের যাত্রা উদ্যোগে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় আনোয়ারা উপজেলার গুয়াপঞ্জক উচ্চ বিদ্যালয়ে বিশ্ব নারী দিবস উদ্যাপন করা হয়। নারী দিবসে সভাপতিত্ব করেন সবুজের যাত্রার নির্বাহী পরিচালক ছায়েরা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহম্মেদ। এতে আরো উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলেয়মান, গোয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন, ইউপি সদস্য বতলু আক্তার, পল্লী চিকিৎক জানে আলম প্রমুখ। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’। সভায় বক্তারা বলেন, সকল নারীর জন্য, সকল মানুষের জন্য, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য সমতার বিশ্ব গড়ে তুলতে হবে। নারীদের এগিয়ে যেতে হবে বহুদূর। প্রেস বিজ্ঞপ্তি।