সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সারা দেশের মতো চট্টগ্রামেও ওএমএস কার্যক্রম (খোলা বাজারে চাল ও আটা বিক্রি) ফের চালু হয়েছে। গত সোমবার থেকে নগরীর ২৫টি সেন্টারে ডিলারদের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রম আবার চালু হয়েছে।
চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে নগরীতে ৪৮ জন ওএমএসের ডিলার রয়েছে। এই ৪৮ জন ডিলারের মধ্যে প্রতিদিন ২৫ জন ডিলারকে ওএমএসের চাল ও আটা বিক্রির জন্য বরাদ্দ দেয়া হয়ে থাকে।
প্রতিদিন ২৫ জন ডিলারের মাধ্যমে পুরো নগরীতে সকাল থেকে ওএমএস কর্মসূচির আওতায় চাল এবং আটা বিক্রি কার্যক্রম চলছে বলে জানান চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরী) মো. ফখরুল আলম। তিনি বলেন, প্রতিদিন একজন ডিলারকে বিক্রির জন্য ১ মেট্রিক টন চাল এবং ১ মেট্রিক টন আটা দেয়া হচ্ছে। ওএমএস–এ এক কেজি চালের দাম ৩০ টাকা এবং এক কেজি আটার দাম ২৪ টাকা। যে কোনো ব্যক্তি ডিলারের কাছ থেকে ৩০ টাকা দামে ৫ কেজি চাল এবং ২৪ টাকা দামে ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। এই কার্যক্রম শুধু চট্টগ্রাম মহানগরীতে চালু রয়েছে বলেও জানান তিনি। নগরীতে মোট ৪৮ ডিলারের মধ্যে প্রতিদিন ২৫ জনকে ভাগ করে ওএমএসের চাল এবং আটা বরাদ্দ দেয়া হচ্ছে। প্রত্যেক ডিলার একদিন পরপর ওএমএস–এর চাল এবং আটা বরাদ্দ পাচ্ছেন বলে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানা গেছে।