ধর্ষণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পুলিশের

চট্টগ্রামে বিভিন্ন স্থানে সমাবেশ

আজাদী ডেস্ক | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৯:১৫ পূর্বাহ্ণ

জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গতকাল শনিবার দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পুলিশ। এই প্রথম দেশের সামাজিক শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিধানকল্পে অপরাধীকে আইনের আওতায় আনতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়। এসব সমাবেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন পুলিশ কর্মকর্তারা।
খুলশী থানা : চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করে খুলশী থানা বিট নং-২৯। এতে সভাপতিত্ব করেন খুলশী থানার ওসি শাহীনুজ্জামান শাহিন। সঞ্চালনায় ছিলেন এএসআই দোয়েল বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাশমত জাহান, খুলশী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইউসুফ, নুরুল ইসলাম চৌধুরী, মো. হোসাইন, আমির হোসেন খান, ওহিদ চৌধুরী মুক্তি, মাহফুজুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, ফজল আহম্মদ, আনোয়ারা আলম, ইদ্রিছ মিয়া, আব্দুর রব সোহেল, সাজ্জাদ হোসেন নাদিম, আব্দুল মান্নান, ইকবাল হোসেন, আসাদুজ্জামান আসাদ, নাসির উদ্দীন, আব্দুল খালেক, ইকবাল হোসাইন, নুর নাহার ফুলু, হোসনেয়ারা সোমা, ফরিদা বেগম, লাকি বেগম, যমুনা তালুকদার, ফাহমিনা আক্তার নিঝুম, লিপি আক্তার প্রমুখ।

আনোয়ারা থানা : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার ১১টি ইউনিয়নে গতকাল ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অসিম কুমার দেব। বক্তব্য দেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, অনুপম চক্রবর্ত্তী ও নিউটন সরকার।
চাতরী ইউনিয়ন পরিষদের সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু। সঞ্চালনায় ছিলেন আনোয়ারা থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক এমরান হোসেন। বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিদারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল হারুন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক খালেদ নেওয়াজ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাহতাব হোসেন জুয়েল, শিক্ষিকা কাইছার পারভীন, আয়শা বেগম, শিক্ষার্থী সেলিনা আখতার ও ছুমাইয়া আক্তার।
বৈরাগ ইউনিয়ন পরিষদ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. সোলাইমান। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর।
বারশত ইউনিয়ন পরিষদের সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ। বক্তব্য দেন আবদুল মোনাফ, ডা. নির্মল, এসআই মোবারক ও মাস্টার সুধির রঞ্জন। এছাড়াও উপজেলার রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদণ্ডী ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়।
চকরিয়া থানা : চকরিয়া প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ চত্বরে পৌরসভা বিট পুলিশিং সমাবেশের আয়োজন করে। একই সময়ে উপজেলার ১৮টি ইউনিয়নেও সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া থানার ওসি শাকের মো. যুবায়ের।
স্বাগত বক্তব্য দেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ, পৌর মেয়র আলমগীর চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক এ কে এম শাহাবুদ্দীন, মাওলানা কফিল উদ্দিন ফারুকী ও হাফেজ বশির আহমদ। এ সময় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য অধ্যাপক সুলতান আহমদ ও আবু তৈয়বসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাটিয়ারী ইউনিয়ন : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার রশিদুল হক। তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ ঘর থেকেই করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক। এ সময় সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার শম্পা রানী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী উপস্থিত ছিলেন।
শাকপুরা ইউনিয়ন : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী শাকপুরা বিট পুলিশিং আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালখালী থানার ওসি মো. আব্দুল করিম। সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত মো. আবুল কালাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ইউএনও আছিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, শামীম আরা বেগম, শাকপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উপস্থিত ছিলেন।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র : চন্দনাইশ প্রতিনিধি জানান, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। সভাপতিত্ব করেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াসির আরাফাত, জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী আওয়ামী লীগ সভাপতি আবদুল শুক্কুর, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, মো. লোকমান হাকিম, শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, আবদুল নবী খান, মো. নাজিম উদ্দীন, জামাল উদ্দীন মেম্বার, শাহ আলম মেম্বার, মো. ইয়াছিন মেম্বার, নার্গিস আকতার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগুম খুন ও নারী নির্যাতন সরকারের অলংকারে পরিণত হয়েছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ৫৫ জন আক্রান্ত