দৃক পিকচার লাইব্রেরির উদ্যোগে ১০ মার্চ বিকেলে কারারুদ্ধ চিরকুট ও অন্যান্য গল্প শিরোনামে একটি দশ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীর শুরুতেই নোয়াখালির কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের অর্ন্তদলীয় সংঘাটের খবর ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কারাগারে মৃত লেখক মুশতাক আহমেদের সাহস ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এবং আল মামুন জীবন তাদের তিক্ত অভিজ্ঞতার কথা বলেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার সংগ্রামে সামিল হতে সকলকে আহ্বান জানান।
প্রদর্শনী বাংলাদেশকে বিভিন্ন জেলার সর্বমোট ১৩ জন আলোকচিত্রীর কাজ উপস্থাপন করা হয়েছে। এটি আগামী ২০ মার্চ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।