দুর্গোৎসবে স্বেচ্ছাসেবক লীগের উপহার বিতরণ

| শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৭:০৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগের নির্দেশক্রমে হালিশহর-ডবলমুরিং-বন্দর-ইপিজেড-পতেঙ্গা-সদরঘাট-খুলশী থানাধীন সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের সার্বিক ব্যবস্থাপনায় উপহারস্বরূপ শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ প্রদান করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল ইব্রাহিম, ২৭ দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, আব্দুল মজিদ চান্দু, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির উদ্দিন মনি, কর্ণফুলী মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন সাবু, সানোয়ার ইসলাম টিংকু, জালাল উদ্দিন পিন্টু, সরোয়ারদী এলিন, নাজমুল হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রোমেল বড়ুয়া রাহুল, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি মির্জা, উপ-সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত, সদস্য ফয়সল অভি, হালিশহর থানা ছাত্রলীগের আহবায়ক আব্দুর রহিম জিসান, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, ছাত্র সংসদের জিএস ইবনে জামান ডায়মন্ড, ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম পারেল, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষণ দাস।

বক্তব্য রাখেন বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।