তফাৎ আরজাত হোসেন | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ ঝুম ঝুম ঝুম শান্তির ঘুম কুঁড়েঘরে রাত। ঝিরিঝিরি রব ঝরা জল সব চালে বাজিমাত। ইয়া বড় রুম নীরব নিঝুম পাকা ঘর ছাদ চুপ চুপ চুপ একা একা উফ! নেই কোনো স্বাদ!