টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ১১:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ দুইজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আবু সালাম চৌধুরী বলেন, “আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারীরা কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভা এলাকায় টেকনাফ বাজারের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আল আরাফাহ ইসলামী ব্যাংক লি.-এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে দু’জনকে আটক করতে সক্ষম হয়।”

এ সময় তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো জাদিমুড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প নং-২৭, ব্লক সি-২ এর মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া(৩২) ও উখিয়া উপজেলার বালুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প নং-০৮, ব্লক বি-৫৬ এর মো. হারুনের ছেলে মো. কেফায়েত উল্লাহ(২৩)।

জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কায়দায় ভয়ানক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ(আইস) টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আবু সালাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে আগুন লেগেছে রাসায়নিক গুদামে
পরবর্তী নিবন্ধতুচ্ছ কারণে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১২