গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে আনোয়ারা উপজেলায় প্রতিটা গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেছে বিএনপি, জামায়াত ও সর্বস্থরের ছাত্র–জনতা। গতকাল দুপুর ১২টার পর থেকে উৎসুক জনতা উপজেলার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে। দুপুর দুইটার পর থেকে উপজেলার সদর, কালাবিবির দিঘির মোড়, চাতরী চৌমুহনী, সেন্টার, কাফকো সেন্টার বটতলী রুস্তমহাট, বরুমচড়া, তৈলারদ্বীপ, মালঘর বাজার, ছত্তার হাট, জুঁইদন্ডি, গহিরা, বৈরাগ সহ উপজেলার ১১ ইউনিয়নে সর্বস্তরের মানুষ সমবেত হয়ে আনন্দ মিছিল করে আনন্দ উল্লাস করে। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জামাত, ছাত্র শিবির, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ আনন্দ উল্লাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করে।
ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে বিজয় মিছিল করেছে ছাত্র–জনতা। এ সময় জাতীয় পতাকা হাতে হাজারো মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। দুপুরের পর থেকে বিভিন্ন গ্রাম–এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা সদর বিবিরহাটে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সমবেত হয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার ছাত্র–জনতা। বিজয় মিছিলে বিএনপি, জামাত–শিবির ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও অংশ নেন।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, ঢাকা– চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর এলাকায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী, জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অগনিত ছাত্র জনতা বিকাল ৩টা থেকে মিছিল বের করে। মিছিলে উল্লাস করেন তারা।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করেছেন হাজারো ছাত্র–জনতা। এ সময় জাতীয় পতাকা হাতে হাজারো মানুষ চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তীরন সড়কে বেরিয়ে আসেন। অনেককে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। বিজয় উল্লাস করতে দেখা গেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের। বিকেলে দোহাজারী পৌরসভা, চন্দনাইশ সদর, গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় হাজার হাজার ছাত্র–জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়েন।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, শেখ হাসিনা দেশ ত্যাগের খবরে খাগড়াছড়িতে বিজয় মিছিল বের করেছে জেলা বিএনপি। গতকাল বিকেলে কলা বাগান থেকে মিছিল বের করে সংগঠনের নেতা কর্মীরা। মিছিলটি শাপলা চত্বরে এসে শেষ হয়। এ সময় মুক্তমঞ্চে সামনে সমাবেশ করে দলটি।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, গতকাল রাঙামাটিতে আনন্দ মিছিল করেছে ছাত্র–জনতা। এতে আওয়ামী লীগ ছাড়াও বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা গেছে। সেনাপ্রধানের ঘোষণার পর থেকেই রাস্তায় নেমে পড়ে বিভিন্ন স্তরের মানুষ। জেলা শহরের রিজার্ভবাজার, বনরূপা, ভেদভেদীসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। রাঙ্গামাটির উপজেলাগুলোতেও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সফল হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা বিকেলে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ভয়ভীতিমুক্ত সমৃদ্ধ ও প্রকৃত গণতান্ত্রিক দেশ গড়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।