চট্টগ্রাম জেলা ও মহানগরের সেনাক্যাম্পে যোগাযোগের পরিবর্তিত মোবাইল নম্বর

| মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনাক্যাম্পের সাথে যোগাযোগের নম্বর পরিবর্তন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনাক্যাম্পের সাথে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরসমূহের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনাক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। ওই এলাকা সমূহের জনসাধারণকে নিম্নে প্রদানকৃত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো’। খবর বাসসের।

চট্টগ্রাম জেলার জন্যহাটহাজারী, রাউজান০১৭৬৯২৪৩৪১২, রাঙ্গুনিয়া০১৭৬৯২৬৩৬৫৮, মীরসরাই, সীতাকুণ্ড০১৭৬৯২৪২১৫০, আনোয়ারা০১৭৬৯২৪২৮৩০, ০১৭৬৯২৪৪২১৪, কর্ণফুলী০১৭৬৯২৪৩২৫৮, ০১৭৬৯২৪৪২১৪, চট্টগ্রাম মহানগরের বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চান্দগাঁও, আকবরশাহ এলাকার জন্য ০১৭৬৯২৪৫২৪৩; ইপিজেড, খুলশী, পাহাড়তলী, হালিশহর, বন্দর, পতেঙ্গার জন্য০১৭৬৯২৫৩৬০৪, ০১৭৬৯২৪২১৫৬, ০১৭৬৯২৫৩৬৪৯, ০১৭৬৯২৪২১৭৩; কোতোয়ালী, নিউমার্কেট, ডাবলমুরিংএলাকার জন্য০১৭৬৯২৪২৬১৫, ০১৭৬৯২৪২৬১৭, ০১৭৬৯২৪২৬১৯।

পূর্ববর্তী নিবন্ধআপিল বিভাগে নতুন চার বিচারক
পরবর্তী নিবন্ধঅ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে হাইকোর্টের নির্দেশ