ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে গত ১৩ সেপ্টেম্বর মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ ও প্রচার সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ–সভাপতি দুলাল চৌধুরী, সাধন সিংহ, মণিলাল দাশ, নিহার মল্লিক, প্রকৌশলী বাবুল চৌধুরী, অমল কৃষ্ণ নাথ টুটুল, রুবেল দে, ইঞ্জিনিয়ার শৈবাল ভৌমিক, দীলিপ দাশ, কুমার বিশ্বাস। সভায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন পরিষদের অর্থ সম্পাদক সঞ্জয় প্রসাদ মল্লিক। উপস্থিত ছিলেন আয়ান শর্মা, দীপু নাথ দত্ত, প্রদীপ দাশ (বাবু), রাজীব চক্রবর্তী, রাজীব চৌধুরী রাজু, যীশু নাথ, খোকন ধর, সজল চৌধুরী, মৃদুল কান্তি কর্মকার, প্রকৌশলী তুহিন রায়, সুচিত্রা গুহ টুম্পা, সন্তোষ নন্দী, সুজন মজুমদার, রনজিত শীল, অর্জুন নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।