চট্টগ্রাম কাস্টমসে গতকাল প্রকাশ্য নিলামে প্রতি কেজি কিসমিসের সর্বোচ্চ দর উঠেছে ৩২৮ টাকা, মাল্টার ১০০ টাকা এবং আদার দর উঠেছে কেজিতে ৬৫ টাকা। তবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এখনো সর্বোচ্চ দরদাতার অনূকুলে বিক্রয় অনুমোদন দেয়নি।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১টায় চট্টগ্রাম কাস্টমসে ১ কোটি ৭ লাখ ১৩ হাজার ৪৯৮ টাকা মূল্যের ২০ টন কিসমিসের প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দর উঠেছে ৬৫ লাখ ৬০ হাজার টাকা। নগরীর হালিশহর সবুজবাগ এলাকার মায়া নামের একটি প্রতিষ্ঠান এই দর হাঁকে। এছাড়া সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত নিলামে ৪৬ লাখ ১ হাজার ৬৬১ টাকা মূল্যের ২৪ হাজার ৯৬০ কেজি (প্রায় ২৫ টন) মাল্টার সর্বোচ্চ দর উঠেছে ২৫ লাখ ১০ হাজার টাকা। নগরীর টেরিবাজার জেমা শপিং সেন্টারের কেজিএম এন্টারপ্রাইজ এই দর হাঁকে। এছাড়া সকাল ১১টায় ২৩ লাখ ৮৩ হাজার ৩৬১ টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি (সাড়ে ২২ টন) আদার সর্বোচ্চ দর উঠেছে ১৪ লাখ ৮০ হাজার টাকা। এটিরও সর্বোচ্চ দরদাতা হন হালিশহর সবুজবাগের ব্যবসা প্রতিষ্ঠান মায়া।
অপরদিকে দুুপুর ১টায় ৬৮ লাখ ৮৭ হাজার ৭৭০ টাকা মূল্যের ৫৬ টন ক্যালসিয়াম সালফেটের সর্বোচ্চ দর উঠে ৬ লাখ ৭০ হাজার টাকা। পাহাড়তলীর উত্তর সরাইপাড়ার মোরশেদ আকতার চৌধুরী এই দর হাঁকে। এছাড়া সকাল ১১টায় ১ কোটি ৭২ লাখ ১৯ হাজার ৪২৬ টাকা মূল্যের ১৪০ টন ক্যালসিয়াম সালফেটের সর্বোচ্চ দর উঠে ১৫ লাখ ৩০ হাজার টাকা। ঢাকার বাওনিয়া বাধ এলাকার নুরে আলম সুমন এই দর হাঁকে। দুপুর সাড়ে ১২টায় ১ কোটি ৩ লাখ ৩১ হাজার ৬৫৬ টাকা মূল্যের ৮৪ টন ক্যালসিয়াম সালফেটের সর্বোচ্চ দর উঠে ১০ লাখ টাকা। পাহাড়তলীর উত্তর সরাইপাড়ার মোরশেদ আকতার চৌধুরী এই দর হাঁকে। একই সময় ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার ৪৭১ টাকা মূল্যের ৪১৪ কেজি অ্যাডহেসিভ বেইসড অন পলিমারের সর্বোচ্চ দর উঠে ৩ লাখ টাকা। নগরীর হালিশহরের এসএম আল মুরাদ এই দর হাঁকে।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আমরা পচনশীল পণ্য দ্রুত নিলাম সম্পন্ন লক্ষ্যে প্রকাশ্য নিলাম করছি। আজ (গতকাল) কিসমিস, আদা, মাল্টা ও ক্যালসিয়াম সালফেটের নিলাম সম্পন্ন করেছি। নিলাম কমিটি যাচাই বাছাই করে এখন পণ্যের বিক্রিয় অনুমোদন দিবে।