চট্টগ্রাম নগরীর কর্নেল হাটে সিএনজি টেক্সি দুর্ঘটনায় মো. জয়নাল আবেদীন (৪৮) নামে বাঁশখালীর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব নাটমুড়া গ্রামের ছৈয়দুল হকের পুত্র।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন চট্টগ্রামে ভরসা গ্রুপ নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সিএনজি টেক্সি যোগে নগরীর কর্নেল হাট এলাকায় গেলে একটি লরির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।