চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন দৈনিক সংগ্রামের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার নুরুল আমিন মিন্টু। উপজেলা প্রশাসন জানায় গত ১২ ডিসেম্বর কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেন। সোমবার ১৩ জানুয়ারি কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাবের আহমেদকে সদস্যসচিব করে ৭ সদস্যের এ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থান পেয়েছেন সরাসরি ক্রীড়া অনুরাগী মোহাম্মদ লুকমান, ক্রীড়াবিদ বাহার উদ্দীন খান, ক্রীড়াবিদ জাবেদুল ইসলাম, ক্রীড়া সম্পৃক্ত ছাত্র প্রতিনিধি হিসেবে মো. শাহিদুল ইসলাম সাহেদ।