করোনাকালেও দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে

পটিয়ায় আশ্রায়ণ প্রকল্পে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি পটিয়ার হাইদগাঁও-কেলিশহর আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারীদের শাড়ি, লুঙ্গি, চাউল, ডাল, পেয়াজ, তেল, আলু বিতরণ করেছেন। এসময় তিনি ঈদুল আযহা উপলক্ষে আশ্রায়ণ প্রকল্পের পাহাড়িকা গ্রামের মুসলিম ও হিন্দুদের জন্য একটি গরু ও ছাগল প্রদান করেন।
এ সময় হুইপ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়েও দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। তিনি সারাদেশে গৃহহীন মানুষদের ২ শতক জমিসহ নতুন সেমিপাকা ঘর নির্মাণ করে থাকার ঠিকানা করে দিয়েছেন। তারই ধারাাবাহিকতায় পটিয়া হাইদগাঁও-কেলিশহর ইউনিয়নে ২৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। বাকি ৩০টি ঘর নির্মাণাধীন আছে। তিনি গতকাল শনিবার পটিয়া উপজেলার হাইদগাঁও-কেলিশহর ইউনিয়নের পাহাড়িকা গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল, ইউএনও ফয়সাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, দেবব্রত দাশ দেবু, বিজন চক্রবর্তী, হাবিবুল হক চৌধুরী, সুপ্তশ্রী সাহা, রেজাউল করিম মজুমদার, সরোজ কান্তি সেন নান্টু, ইউনুছ মিয়া, মাহমুদুল হক হাফেজ, বিএম জসিম, শহিদুল ইসলাম জুলু মেম্বার, রনজিত দে, ইমরান উদ্দিন বশির, নাজমুল সাকের ছিদ্দিকী, সেলিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসংবাদপত্র হকার্স ইউনিয়নগুলোকে ঈদ উপহার দিলো বসুন্ধরা গ্রুপ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ জনের মৃত্যু