এবার ইরানকেও গ্রেট বানাতে চান ট্রাম্প

| মঙ্গলবার , ২৪ জুন, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির শাসনব্যবস্থা বদলানো বা রেজিম চেঞ্জের সম্ভাবনা নিয়ে ফের আলাপ তুলেছেন। খবর বিডিনিউজের।

রাজনৈতিকভাবে রেজিম চেঞ্জ এই পরিভাষা ব্যবহার করা ঠিক হয় না, কিন্তু ইরানিদের এখনকার শাসনব্যবস্থা যদি মেইক ইরান গ্রেট এগেইন না করতে পারে, তাহলে সেখানে রেজিম চেঞ্জ কেনইবা হবে না??? এমআইজিএ!!! রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এমনটাই বলেন। তার পোস্টের শেষে ইংরেজি বড় অক্ষরে লেখা এমআইজিএকে মেইক ইরান গ্রেট এগেইন এর সংক্ষিপ্ত রূপ ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রে তিনি ও তার সমর্থকরা প্রায়ই তাদের স্লোগান মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইনকে সংক্ষিপ্ত করে এমএজিএ বা মাগা বলে থাকে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্প এমন এক সময়ে ইরানে শাসনব্যবস্থা বদলানোর প্রসঙ্গ তুললেন, যখন ইরানে হামলা নিয়ে তার মাগা সমর্থকরা দ্বিধাবিভক্ত, তার প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তাও ইরানে শাসনব্যবস্থা বদলানোর লক্ষ্য ওয়াশিংটনের নেই বলে বারবার আশ্বস্ত করে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৮৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ভিত্তি নেই: পুতিন