এবার আগ্রাবাদে নালায় পড়ে কিশোরী নিখোঁজ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ১:১৪ পূর্বাহ্ণ

এবার নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মাজার গেইট এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয়েছে এক কিশোরী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগ্রাবাদের শেখ মুজিব সড়ক সংলগ্ন নবী টওয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের উপ-পরিদর্শক অজয় ধর জানান। বিডিনিউজ

নিখোঁজ ছাত্রীর নাম সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) বলে জানতে পারলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পায়নি।

এর আগে গত ২৫ আগস্ট ও ৩০ জুন নগরীর অন্যত্র খালে পড়ে গিয়ে দুজন নিখোঁজ হয়েছিলেন যাদের আর খোঁজ মেলেনি।

ছাত্রীটি নালায় পড়ে যাওয়ার পরপরই স্থানীয়রা উদ্ধারে চেষ্টা শুরু করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেন। এখনও তারা কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও আছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও স্কেভেটর নিয়ে কাজ করছেন কর্মীরা।

আগ্রাবাদে নালায় পড়ে যাওয়া নিখোঁজ ছাত্রীর খোঁজে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের ছবিটি তুলেছেন অনুপম বড়ুয়া

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, “রাতে হেঁটে যাওয়ার সময় ওই ছাত্রী রাস্তার পাশের বড় একটি নালায় পড়ে যায়। নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তার খোঁজে অভিযান চলছে।”

তিনি জানান, ওই নালায় আবর্জনার বিপুল স্তূপ জমে রয়েছে। আবর্জনার ওই স্তূপের নিচে পানি আছে। এ কারণে ময়লায় পড়ে ওই ছাত্রী তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নালা থেকে জমে থাকা আবর্জনা তুলে তার নিচে ওই ছাত্রীর খোঁজ করা হচ্ছে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপ-পরিদর্শক অজয় ধর রাত ১টায় জানান, ওই ছাত্রী মামার সঙ্গে চশমা কিনতে গিয়েছিলেন। ফেরার পথে পা পিছলে নালায় পড়ে যান। আবর্জনার স্তূপের নিচে কিছু দেখা গেছে বলে মনে হচ্ছে। কিন্তু এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। ডুবুরিও নামছে।

পূর্ববর্তী নিবন্ধদুই দিনের রিমান্ডে জামাতের নায়েবে আমীর
পরবর্তী নিবন্ধকরোনা কমিয়েছে গড় আয়ু