আল্লামা শাহসূফি মীর মাহবুবুল আলম মুনিরীর বার্ষিক ওরশ আজ

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (.) ধলই মুনিরীয়া হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার ৪৪ তম বার্ষিক সভা, আল্লামা শাহসূফি মীর মাহবুবুল আলম মুনিরীর (রহ.) ২৪ তম বার্ষিক ওরশ শরীফ আজ দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে হাটহাজারী ধলই মীর মুনিরীয়া মাহবুবীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

এতে উদ্বোধক থাকবেন আল্লামা শাহসূফি সৈয়দ আবু জাফর মুনিরী। প্রধান অতিথি থাকবেন নাগরিক হাসপাতালের চেয়ারম্যান ডা. এনামুল ইসলাম তালুকদার। প্রধান আলোচক থাকবেন আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ। সভাপতিত্ব করবেন দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যাপক আল্লামা মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরী। মাহফিলে হেফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. আ জ ম ওবায়েদুল্লাহর স্মরণসভা ও দোয়া মাহফিল আজ
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা