আমাকে ডাকে না কেউ এই মাঘের নিশিথে
সরোবরে ভাসে না পদ্ম এখন জলের আকাশ
অরণ্য শোকাচ্ছন্ন সবুজ-শ্যামল উধাও উদাস
করোনায় বিপর্যস্ত এ বিশ্ব এখন সত্যিই বিপন্ন।
বিষণ্ন সময় ফুরাতে চায় না, পাখির কলরব
মোহিত করেনা বসন্তের প্রসন্ন কানন,
ইতস্তত নৈঃশব্দের প্রহর, সারারাত কী
এক অস্থির বাসনা ভুলভাবে তাড়িত করে।
সময় চলে যায়, বহতা নদীর প্রেমে
পেছনে তাকানোর সময় তার নেই
স্রোত আছে শুধু ভাসবার, পথ আছে চলার
ফুরসত নেই কারো কেবল আমাকে ডাকার।