আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সাউদার্ন ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রোটার‌্যাক্ট ক্লাব অব মেডিক্যাল কমিউনিটি এবং পি এইচ আর কমিউনিকেশন লিমিটেডের যৌথ আয়োজনে চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সিজন১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৩ মার্চ সোমবার বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কন্‌ফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রোগাম চেয়ারম্যান মো. হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক’র প্রধান নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ তাউহিদুল ইসলাম, টুর্নামেন্টের চীফ অব অপারেশন ম্যানেজার মো. আলী আকবর ও ম্যাচ কনভেনার আবদুল হান্নান মিরন। এ সময় টুর্নামেন্ট কমিটির কোঅর্ডিনেটর এটিএম ফাউজুল কবিরসহ টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সুদৃশ্য ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল এক লাখ ও রানার আপ ৭৫ হাজার টাকা প্রাইজমানি পায়।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম স্কুল ও নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবিকেএসপির বিপক্ষে লিড নিয়ে বোনাস পয়েন্ট পেলো চট্টগ্রাম বিভাগ