আনোয়ারায় সাড়ে ৯ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় নয় হাজার ছয়শ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে র‌্যাব অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় স্থানীয় চুন্না পাড়ার বাসিন্দা মো. ইসমাইলের স্ত্রী রাশেদা আক্তার (৪০) ও বৈরাগ ইউনিয়নের বদলপুরা গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছের স্ত্রী নুরজাহান (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাসান জানায়, শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে র‌্যাবের অভিযানে উপজেলার রায়পুর ইউনিয়নের পড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয় হাজার ছয় শত পিছ ইয়াবা উদ্ধার করে। এ সময় দুই নারীকেও গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬() সারনী ১০()/৪১ধারায় আনোয়ারা থানার মামলা নং১৪, তারিখ২১/০১/২৩ইং রেকর্ড করা হয়েছে।