গরমের তীব্র তাপদাহে ও করোনার দুঃসময়ে কৃষকের পাশে দাঁড়ালো যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পালন করা হয় ধানকাটা কর্মসূচি। এসময় যুবলীগ নেতা-কর্মীরা তিন কৃষকের ১ একর জমির ধান কেটে বাড়ী পৌঁছে দেন বলে জানা গেছে। আনোয়ারা উপজেলা যুবলীগের সদস্য সচিব অনুপম চক্রবর্ত্তী বাবু জানায়, কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে শনিবার আনোয়ারা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধান কাটা কর্মসূচি পালিত হয়। আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্থানীয় চাষি শিব বল, সম্রাট ভট্টাচার্য্য ও মিন্টু বলের ১ একর জমির ধান কেটে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ধানাকাটা কার্যক্রম পরিচালনা করেন, যুবলীগ নেতা তাপস চৌধুরী, লিটন শিকদার, লিটন বিশ্বাস, রনি বল, স্বরূপ চক্রবর্তী, মিল্টন চক্রবর্তী, মিলন ধর, মোরশেদ, শিবু বল, দীপঙ্কর দে মিন্টু বলসহ স্থানীয় যুবলীগ কর্মীরা।