হাটহাজারীতে বেকারিকে লাখ টাকা জরিমানা

খাবারে ক্ষতিকর রং

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার পৌরসভা সদরে অবস্থিত ত্রিবেনী মিষ্টি ভান্ডার নামক বেকারিতে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ জানান, শনিবার ত্রিবেনী মিষ্টি ভান্ডারে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখা যায়, সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করা হচ্ছে। ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে। তাই তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত বেকারি মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন। তিনি জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধরানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে শ্রমিক ফ্রন্টের সমাবেশ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ নেতৃবৃন্দ