আইপিএল : জয় দিয়ে শুরু চ্যাম্পিয়ন গুজরাটের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

দারুণ এক জয় দিয়ে আইপিএলের এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গত আসরে প্রথমবার খেলতে এসেই শিরোপা জিতেছিল হার্দিক পান্ডিয়ার দল। এবারে শুরুটাও করল ফেভারিটের মত। গতকাল চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৫০ বলে ৯২ রান করেন রুতুরাজ গায়কোয়াড।

এছাড়া মইন আলী ২৩, রাইডু ১২, শিভম দুবে ১৯ এবং মহেন্দ্র সিং ধোনি করেন ১৯ রান। গুজরাটের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, রশিদ খান এবং আলজারি জোসেফ। জবাবে ব্যাট করতে নামা গুজরাট টাইটান্স ৪ বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে শুভমান গিল সর্বোচ্চ ৬৩ রান করেন ৩৬ বলে। এছাড়া ঋদ্ধিমান শাহ ২৫, শাই সুদর্শন ২২, বিজয় শংকর ২৭, রাহুল তিওয়াতি ১৫ এবং রশিদ খান করেন ১০ রান। চেন্নাইয়ের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন রাজবর্ধন।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যের ওষুধ বঞ্চিত ক্যান্সারের রোগীরা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায়৭ প্রতিষ্ঠানকে জরিমানা