অবশেষে আমাকেও জড়ালে তুমি
করোনা সুন্দরী; আমার কী দোষ
বলো? না হয় গেলাম একটু
ডিসি হিলে প্রাত্যহিক প্রাত: ভ্রমণে,
বাতাসে তোমার দেখা নেই, অদৃশ্য
অশরীরি প্রাণ হরণ তোমার
প্রকৃতি। তোমার বদান্যতায় আমি
এখন ম্যাঙ হাসপাতালে ডাক্তারের
নিবিড় পরিচর্যায়। আশা শতভাগ,
এ যাত্রা বেঁচে যাবো হয়তো ! ভালো
থাকুন সবাই। এ আমার আকুল
প্রার্থনা।